নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন জগদীপ ধনখড়। উপ-রাষ্ট্রপতি ছাড়াও সোমবার সকালে দিল্লির কিষাণ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে শ্রদ্ধা জানান আরএলডি প্রধান এবং চৌধুরী চরণ সিংয়ের নাতি জয়ন্ত চৌধুরীও।
উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এদিন বলেছেন, “কিষাণ দিবস উপলক্ষ্যে আমি ভারতের সমস্ত কৃষকদের শুভেচ্ছা জানাই। ২০০১ সালে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এমন একজন মহান ব্যক্তির নামে কিষাণ দিবস শুরু হয়েছিল যিনি কৃষক এবং গ্রামীণ উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে নিজস্ব জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর চিন্তাধারা ও দর্শন আমাদের সবার জন্য অনুকরণীয়। এখন সরকার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রকৃত অর্থে কৃষককে ‘অন্নদাতা’ ও ‘ভারত বিধাতা’ বলে অভিহিত করেছে। আগামী বছর কিষাণ দিবসের ২৫ বছর পূর্ণ হবে।”