BRAKING NEWS

বংশ পরম্পরার কারণে ত্রিপুরাকে সিপিএমের হাতে তুলে দিয়েছিল কংগ্রেস : সাংসদ বিপ্লব

আগরতলা, ২৩ ডিসেম্বর: বংশ পরম্পরার কারণে ত্রিপুরাকে সিপিএমের হাতে তুলে দিয়েছিল কংগ্রেস। ফলে, বিগত ২৫ বছর ধরে ত্রিপুরাতে দুনীতি রাজত্ব করেছিল সিপিএম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিপ্লব কুমার দেবকে ত্রিপুরায় না পাঠালে এখনো সিপিএম থেকে মুক্তি পেত না রাজ্য।আজ ভ্রাম্যমান কৃএিম গো–প্রজনন কর্মী এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, রক্তদানের কোনো বিকল্প নেই। আজকের দিনে মানব সেবাই প্রকৃত ধর্ম। রক্তদান জীবন দান। এই ধরণের সমাজ হিতৈষী কর্মসূচি গ্রহণ করার জন্য তিনি এসোসিয়েশনের সম্মানিত সদস্যগনদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এদিন তিনি বলেন, সমাজে যারা নূন্যতম বেতনের কাজ করেন তাঁরাই আজ কাজকর্ম ছেড়ে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করতে এসেছেন। আসলে তারা অনেক উদার মনের হয়। আমিও অত্যন্ত সাধারণ ঘরের ছেলে। তাঁর কটাক্ষ, সাধারণ পরিবার ছেলেরা রাজনীতিতে আসলে পারিবারিক রাজনীতি করা কংগ্রেস তাঁদের পছন্দ করে না। কারণ, সাধারণ ঘরের ছেলেরা তো কংগ্রেসের মতো পারিবারিক রাজনীতি করে না।

এদিন তিনি কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বলেন, বিগত দিনে কংগ্রেস বংশ পরম্পরার কারণে ত্রিপুরাকে সিপিএমের হাতে তুলে দিয়েছিল। ফলে বিগত ২৫ বছর ধরে সিপিএম ত্রিপুরাতে দুনীতি রাজত্ব করেছিল।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিপ্লব কুমার দেবকে ত্রিপুরায় না পাঠালে ত্রিপুরা এখনো সিপিএম থেকে মুক্তি পেত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *