BRAKING NEWS

আগুনের তাপেও মিলছে না উষ্ণতা, ঠান্ডায় জমে যাচ্ছে কাশ্মীর উপত্যকা

শ্রীনগর, ২৩ ডিসেম্বর (হি.স.): শীত থেকে বাঁচতে আগুনের তাপই ভরসা, কিন্তু তাতেও মিলছে না স্বস্তি। প্রবল ঠান্ডায় রীতিমতো জমে যাচ্ছে কাশ্মীর উপত্যকা। ইতিমধ্যেই ৪০-দিন ব্যাপী চিল্লাই কালান শুরু হয়েছে কাশ্মীরে। কনকনে ঠান্ডায় কাঁপছে শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কার্গিল। সর্বত্রই হিমাঙ্কের নীচে ঠান্ডা।

শ্রীনগরে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় জমে গিয়েছে শ্রীনগরের ডাল লেক। সোমবার দেখা যায়, ডাল লেকের ওপর বরফের হালকা আস্তরণ পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *