BRAKING NEWS

এএপি সরকারের বিরুদ্ধে অভিযোগপত্র প্রকাশ বিজেপির, তোপ অনুরাগের

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): দিল্লির আম আদমি পার্টি (এএপি)-র সরকারের বিরুদ্ধে অভিযোগ পত্র প্রকাশ করল বিজেপি। সোমবার বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং বিজেপির অন্যান্য নেতারা অভিযোগ পত্র প্রকাশ করেন।

বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর এদিন বলেছেন, “এএপি সরকার যমুনা নদীকে এততাই খারাপভাবে দূষিত করেছে, যমুনা দুর্গন্ধযুক্ত, ফেনাযুক্ত এবং বিষাক্ত হয়ে উঠেছে। আমার মনে আছে, ২০২২ সালে একটি সাংবাদিক বৈঠকের সময় কেজরিওয়াল বলেছিলেন, পরবর্তী নির্বাচনের আগে, তিনি জনগণের সঙ্গে নদীতে ডুব দেবেন। সেটা ২০২৫ সালের নির্বাচনের আগে। কেজরিওয়াল জি, ১০ বছর কেটে গেছে এবং ২০২৫ সাল আসতে আর মাত্র ১০ দিন বাকি, যমুনা কি পরিষ্কার হয়ে গিয়েছে? যমুনা কি পরিচ্ছন্ন হয়েছে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *