BRAKING NEWS

কলেজটিলায় রহস্যজনকভাবে এক যুবকের মৃত্যু

আগরতলা, ২৩ ডিসেম্বর : সম্ভবত প্রণয়ের সম্পর্ক মেনে না নেওয়ায় খুন হয়েছেন এক যুবক। প্রেমিকার পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে মৃতের পরিবারের। ঘটনাটি ঘটেছে কলেজটিলা এলাকায় এমবিবি কলেজের নিকটে। তবে, ওই ঘটনা খুন না আত্মহত্যা এনিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, কলেজটিলায় রহস্যজনকভাবে এক যুবকের মৃত্যু হয়েছে। ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায় নি। মৃতদেহ হাঁটু ভাঁজ করা অবস্থায় ঝুলছিল। মৃত যুবকের নাম সমর ঋষিদাস(২৩)। তাঁর বাড়ি আড়ালিয়া ঋষিপাড়া এলাকায়। ৩ বছর ধরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। তিনদিন আগে মেয়েটির পরিবারের লোকজন তাঁকে ডেকে নিয়ে অপমান ও মারধর করেছে বলে অভিযোগ করেন সমরের পরিবারের সদস্যরা।

মৃতের মা জানিয়েছেন, তাঁর ছেলেকে প্রেমিকার বাড়ির লোকজন মারধর ও অপমান করেছিল। এই বিষয়টি বাড়িতে জানিয়েছিল সমর। তাই ছেলের মৃত্যুকে হত্যা বলেই মনে করছেন সমরের মা।

মৃতের মায়ের বক্তব্য, ছেলের অভিভাবকদের কাছে কিছু না জানিয়ে তাঁকে বাড়িতে ডেকে নিয়ে এভাবে মারধর করা উচিত হয়নি। মৃতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং কিভাবে মৃত্যু হয়েছে সেই রহস্য উদঘাটন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *