BRAKING NEWS

অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপ: বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

কুয়ালালামপুর, ২২ ডিসেম্বর (হি.স.) : রবিবার কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে প্রথম মহিলা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টসে হেরে যাওয়ার পরে বাংলাদেশ ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত ৭ উইকেটে ১১৭ রান করে। ভারতের হয়ে ত্রিশা ব্যতীত কেউই বড় স্কোর করতে পারেননি ।

ভারতের হয়ে ইনিংস শুরু করে ত্রিশা ৪৭ বলে ৫২ রান করেন, যার মধ্যে ৫টি ৪ ও দুটি ৬ ছিল। আর মিথিলা বিনোদ ১২ বলে ১৭ রান করেন। বাংলাদেশের হয়ে ফারজানা ইসমীন ৪ উইকেট নেন। আর নিশিতা আক্তার নিশি দুটি উইকেট লাভ করেন। লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য রান করেন দুই ওপেনার ফাহোমিদা চোয়া এবং জুয়াইরিয়া ফেরদৌস। যথাক্রমে ১৮ এবং ২২ রান করেন। একসময় ৪০ বলে ২১ রানে শেষ ৭ উইকেট হারানোর ফলে বাংলাদেশের ইনিংস ভেঙে পড়ে।ভারতের হয়ে তারকা বোলার আয়ুষি শুক্লা ৩ উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *