আগরতলা, 22 ডিসেম্বর : আজ যান দূর্ঘটনায় দুইজন যুবক সহ একজন মহিলা গুরুতর আহত হয়েছে। বিশালগড় থানার অন্তর্গত লেম্বুতুলী এলাকায় একটি মারুতি অল্টো ও ট্রিপার গাড়িতে সংঘর্ষে আহত হন তাঁরা। বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনার স্থান পরিদর্শন করে একটি মামলা নিয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার দুপুরে মধুপুরের দিক থেকে টিআর০১ওয়াই১৭৮৬ নম্বরের একটি মাটি বুঝাই ট্রিপার গাড়ি করে লেম্বুতলী এলাকায় পৌঁছাতেই অপর দিক থেকে টিআর০১একে০২৮৪ নম্বরের একটি মারুতি অল্টো তীব্র গতিতে এসে ট্রিপারে সজোরে ধাক্কা মারে। এই ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়রা মারুতি গাড়িতে থাকা আহত তিনজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
এদিকে দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রিপার গাড়ির আহত একজনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনায় আহতরা হলেন রমেন দেববর্মা, বিশ্বলক্ষী দেববর্মা, বিধুরাম দেববর্মা। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কজনক। বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে বিশ্ব লক্ষী এবং রমেন দেববর্মাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পথচারীরা জানান মারুতি গাড়িতে চালক সহ দুইজন নেশাগ্রস্ত অবস্থায় ছিল।
এদিকে, স্থানীয়রা বিশালগড় থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুর্ঘটনাস্থলটি পরিদর্শন করে একটি মামলা নিয়েছে।