মুম্বই, ২২ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লির পর এবার ক্রমে খারাপের দিকে বাণিজ্যনগরী মুম্বইয়ের বায়ুর মানও। বাড়ছে দূষণ। দূষিত বাতাসেই নিঃশ্বাস নিতে হচ্ছে মুম্বইবাসীকে, যা কার্যত চিন্তা বাড়াচ্ছে।
রবিবার সকালে কুয়াশার চাদরে ঢাকলো মুম্বই। এদিন সকাল থেকেই কুয়াশার ঘনঘটা এই শহরজুড়ে। কুয়াশার দাপটে একপ্রকার ঝাপসা হয়ে যায় শহরের একাধিক এলাকা। যার জেরে সকাল থেকেই কিছুটা শ্লথ যান চলাচল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে থাকে।
জানা গেছে, মুম্বইয়ের বাতাসের গুণমান মান ১৭৬। উল্লেখ্য, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, বাতাসের গুণগত মানের সূচক যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে তা হলে তা ভাল পর্যায়ের মধ্যে পড়ে। ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ সামান্য খারাপ, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ, ৪০১-৫০০ অতি ভয়ানক।