আগরতলা, ২২ ডিসেম্বর : আগামী ২৯ জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে সিপিআইএম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সম্মেলনের তারিখ ঘোষণা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
সিপিআইএম রাজ্য সম্মেলন চলবে তিন দিনব্যাপী। সম্মেলনের উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে ২৯ জানুয়ারি প্রকাশ্য সমাবেশ হবে। এই রাজ্য সম্মেলনে অঞ্চল কমিটি ও মহকুমা কমিটি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সমর্থকরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি দিল্লি থেকে সিপিআইএম পুলিটব্যুরোর সদস্য বৃন্দ কারাত, প্রকাশ কারাত এবং অশোক ধাওলে সম্মেলনে যোগদান করবেন। এমনটাই জানিয়েছেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।