আগরতলা, ২২ ডিসেম্বর : আজ পেনশনার এসোসিয়েশনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে রাজ্য সরকার ও টিআরটিসি কর্তৃপক্ষের কাছে লিভ সেলারি নগদে মিটিয়ে দেওয়া ও পেনশন বৃদ্ধির দাবি জানায় এসোসিয়েশনের সদস্যরা।
প্রসঙ্গত, ত্রিপুরা স্টেট গভঃ আন্ডার টেকিং ইপিএফ পেনশনার এসোসিয়েশনের অন্তর্গত টিআরটিসি পেনশনারদের লিভ সেলারি প্রদান নিয়ে দীর্ঘদিনের দাবি ছিল। ওই দাবিকে সামনে রেখে উচ্চ আদালত লিভ সেলারি মিটিয়ে দেওয়ার জন্য রায় প্রদান করেছিলেন। উচ্চ আদালতের রায়টি রাজ্য সরকার ও টিআরটিসি কর্তৃপক্ষকে ১৯৯৫ থেকে আরটিসি পেনশনারদের লিভ সেলারি দিতে বাধ্য করে। কিন্তু এখনো ওই অর্থ মিটিয়ে দেওয়া হয়নি।
আজকে ইপিএফ পেনশনার এসোসিয়েশনের সদস্যরা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যে আগামী অর্থবছরের মধ্যে তাদের লিভ সেলারি নগদে মিটিয়ে দেওয়ার দাবি রাখা হয়েছে। পাশাপাশি তাদের পেনশন ২০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করারও দাবি রাখেন পেনশনার এসোসিয়েশনের সদস্যগণ।
এসোসিয়েশনের জনৈক সদস্য উষ্মা প্রকাশ করেন, বর্তমান শাসক দল ক্ষমতায় আসার আগে পেনশনার এসোসিয়েশনের সমস্যাগুলো মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখনো সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় নি। তবুও সরকারকে কোনো দোষারোপ করতে চাইছেন না তারা। তাদের একটাই দাবি পেনশোনারদের ন্যায্য পাওনা অর্থ আদায়ের ব্যবস্থা যেন সরকার করে দেন। আজ সভায় সাংবাদিকদের মধ্য দিয়ে এই দাবি তুলে ধরে পেনশনার এসোসিয়েশন।