দক্ষিণ ২৪ পরগণা, ২২ ডিসেম্বর (হি. স.) : জম্মু ও কাশ্মীর এসটিএফ এবং বেঙ্গল পুলিশের যৌথ অভিযানে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং হাসপাতাল মোড় এলাকা থেকে জঙ্গি কার্যকলাপে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
রবিবার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম জাভেদ মুন্সি এবং সে মূলত কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা। তিনি সন্ত্রাসী সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য বলে অভিযোগ রয়েছে। জাভেদ ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। জাভেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।