BRAKING NEWS

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সুর চড়ালেন সুদীপ রায় বর্মন

আগরতলা, ২২ ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করলেন কংগ্রেসের সর্বভারতীয় কমিটির স্থায়ী সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান তিনি।

প্রসঙ্গত, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্ষমাপ্রার্থনা করতে এবং তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে সরব হয়েছে কংগ্রেস দল।

রবিবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেছেন, সংসদে সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে যখন আলোচনা চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে অসম্মানজনক কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

বিধায়ক বলেন, এই বিষয় নিয়ে কংগ্রেস দল সহ তফশীলি জাতি, তপশীলি জনজাতি, পশ্চাৎপদ শ্রেণী সহ সবকটি রাজনৈতিক দল গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করতে দাবী জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্তের জন্য প্রধানমন্ত্রীর কাছেও তিনি দাবি জানিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত না হলে বৃহত্তর আন্দোলন সংঘটিত হবে বলে হুশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *