নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর:
রবিবার সকাল থেকেই লক্ষ্মীনারায়ন বাড়ি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে শিব মহাযজ্ঞ। বিহারী সম্প্রদায়ের লোকজনরা এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে সকাল থেকেই লক্ষীনারায়ণ বাড়ি মন্দিরে ধর্মপ্রাণ মানুষের ভিড় পরিলক্ষিত হয়।
রাজ্যে বসবাসকারী বিহারী শ্রমিকরা ৪৬ বছর ধরে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে শিব মহাযজ্ঞ করে আসছেন। প্রতি বছরের মতো ডিসেম্বরের ২২ তারিখ অনুষ্ঠিত হয়েছে শিব মহাযজ্ঞ। আজ সকাল দশটা থেকে শুরু হয় এই মহাযজ্ঞ। রাত্রি দশটা পর্যন্ত। এদিন এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিহারী সম্প্রদায়ের মানুষ সহ অন্যান্য ধর্মপ্রাণ মানুষের লক্ষীনারায়ন বাড়িতে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়।