BRAKING NEWS

সোমবার ৭১ হাজার জনকে নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.): সোমবার সকাল সাড়ে ১০টায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। অনুষ্ঠানে তিনি বক্তব্যও রাখবেন।

সারা দেশের ৪৫টি স্থানে এই রোজগার মেলা আয়োজিত হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগের চাকরির পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। কর্মসংস্থান মেলা কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি পূরণের একটি পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, ডাক বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও আর্থিক পরিষেবা বিভাগ ও অন্যান্য দফতর ও মন্ত্রণালয়ে এই সব প্রার্থীদের নিয়োগ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *