আগরতলা, ২২ ডিসেম্বর : মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে চলছে টাকা আর বাহুবলের খেলা। এমনটাই মন্তব্য বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর।
প্রসঙ্গত, বিজেপি’র মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।
তিনি বলেন, বিজেপি’র মন্ডল সভাপতি নির্বাচন নিয়েও দলের মধ্যে টাকার খেলা চলছে। বাহুবলের প্রয়োগে নির্বাচনে জয় পেতে চায় দলের নেতারা। এটা পত্রিকায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেওয়া বিভিন্ন বিবৃতির মাধ্যমে প্রকাশ পাচ্ছে।
তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টি ভোট পাওয়ার জন্য অসাংবিধানিক ও অবৈধ নানা ধরনের কারসাজি করে। অন্যান্য দল নির্বাচনের সময় যত টাকা খরচ করে, একা বিজেপি দল এর একশো গুণ বেশি টাকা খরচ করে।
তিনি শাসক দলকে কটাক্ষ করে বলেন, এক দেশ এক নির্বাচনের বিষয়ে যদি বিজেপি এতই চিন্তিত হয়, নির্বাচনের মাধ্যমে সময় ও অর্থ নষ্ট করার ক্ষেত্রে যদি এতই চিন্তা থাকে এদের, তাহলে বিধায়ক কেনা বেচা সহ অন্যান্য অসাংবিধানিক কার্যকলাপ বন্ধ করা উচিত।