নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর:
হেপাটাইটি ফাউন্ডেশন অফ ত্রিপুরা ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদ্যোগে আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে রবিবার এক হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগে রবিবার স্টুডেন্ট হেলথ হোমে স্টেট ব্যাংকের কর্মরত কর্মচারী এবং অবসর প্রাপ্ত কর্মচারী ও তাদের পরিবারের লোকজনদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সভাপতি ডঃ প্রদীপ ভৌমিক সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন।
এদিন স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে ডক্টর প্রদীপ প্রমিক বলেন অসুস্থ হওয়ার আগে রোগ নির্ণয়ের উদ্দেশ্যেই এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এদিন এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। আলোচনা চক্রে মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। ডক্টর প্রদীপ ভৌমিক বলেন মানসিক স্বাস্থ্য ভালো থাকলে বিভিন্ন রোগ থেকে দূরে থাকা সম্ভব।