বার্সেলোনা, ২২ (হি.স.) : বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগার ম্যাচে বার্সিলোনা ২-১ গোলে হেরে গেল আতলেতিকোর কাছে। ২০০৬ সালের পর এই প্রথম বার্সেলোনার মাঠে লিগ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি।
নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময় খেলা অমিমাংসিত চলছিল। ম্যাচ ড্রয়ের পথে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ঘটে গেল অঘটন। আচমকাই আতলেতিকো মাদ্রিদ গোল করে বসল। আর এই অবিশ্বাস্য জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল দিয়েগো সিমেওনের দল।
প্রথমার্ধে একচেটিয়া প্রাধান্য ছিল বার্সেলোনার। পেদ্রির গোলে এগিয়ে যায় তারা।বিরতির পর সমতা ফেরায় রদ্রিগো দে পল। ৯৬ মিনিটে ব্যবধান গড়ে দেন আলেকসান্দার সরলথ।১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে আতলেতিকোর পয়েন্ট হলো ৪১। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বার্সেলোনা।