নিজস্ব প্রতিনিধি,ধর্মনগর, ২২ডিসেম্বর:
রবিবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি অফিসে অল ত্রিপুরার কেমিস্টিস্ এন্ড ড্রাগিস্টিস্ এসোসিয়েশনের ধর্মনগর ও কাঞ্চনপুর মহকুমা কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল ত্রিপুরার কেমিস্টিস্ এন্ড ড্রাগিস্টিস্ এসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি সমর ভৌমিক,সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা,জেলা সভাপতি প্রান্তোষ সেন,জেলা সম্পাদক সুব্রত সাহা প্রমূখ।
মূলত এদিনের সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের ২৬ বি ধারার আইনটি প্রত্যাহার। এদিকে এদিনের সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার কেমিস্টিস্ এন্ড ড্রাগিস্টিস্ এসোসিয়েশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন,কোভিড -১৯ অর্থাৎ ভারতবর্ষে অতি মহামারির সময় ভারত সরকারের স্বাস্থ্য দপ্তর ২৬ বি ধারার একটি আইন চালু করেছিলো। সেই আইনে গ্রাহক অথবা রোগীদের বাড়িতে অনলাইন ফার্মেসি অথবা ই-ফার্মেসির মাধ্যমে ঔষধ ডেলিভারি বয় দিয়ে পৌঁছে দেওয়া হবে। কিন্তু তাতে করে ঔষধের গুনগতমান সহ মানব জাতির ঝুঁকিপূর্ণ দিক সামনে আসছে। তাছাড়া বর্তমানে ভারতবর্ষের কোথাও অতিমারির কোন প্রভাব নেই।
সেক্ষেত্রে ২৬ বি আইনটি বাতিল করার দাবি জানিয়ে ত্রিপুরার কেমিস্টিস্ এন্ড ড্রাগিস্টিস্ এসোসিয়েশনের উদ্যোগে গত শনিবার ২১ ডিসেম্বর কেন্দ্র সরকারের স্বাস্থ্য দপ্তরের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। আগামী দিনে ত্রিপুরার কেমিস্টিস্ এন্ড ড্রাগিস্টিস্ এসোসিয়েশনের রাজ্য ও মহকুমা স্তর থেকেও এই আইন প্রত্যাহারের জন্য চিঠি পাঠানো হবে। তিনি আরো বলেন,ই-ফার্মেসি সারা দেশে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে। ই-ফার্মেসি নকল প্রেসক্রিপশন করে ঔষধ সরবরাহ করছে। ড্রাগস এন্ড কসমেটিক রোল্স অনুযায়ী ঔষধ সরবরাহ করবে একজন অনুমোদিত ফার্মাসিস্ট,কিন্তু ই-ফার্মেসি তা করছে না। অনলাইন ফার্মেসি বিষয়কে কেন্দ্র করে ভারত সরকারের স্বাস্থ্য সচিবের কাছে এআইওসিডি এর তরফে তিন তিন বার চিঠিও প্রদান করা হয়েছে।