নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ ডিসেম্বর:
লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস দলের এক কর্মীসভায় যোগদান কর্মসুচি অনুষ্ঠিত হয়। কংগ্রেস নেতৃত্বরা জানান বিজেপি এবং অন্যান্য দল ত্যাগ করে প্রায় ৬০ পরিবারের ২০৫ জন ভোটার এদিন কংগ্রেস দলে যোগদান করেছেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি ও পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান।
কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা আলোচনা করতে গিয়ে নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে বলেন আমাদের দেশে যোগ্য নেতৃত্বের অভাব এ কারণেই বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলি ভারতকে হুমকি দেয়। কংগ্রেসের হাতেই একমাত্র ভারতবর্ষ নিরাপদ। কংগ্রেস সরকার যতদিন কেন্দ্রে ছিল ততদিন বৈদেশিক শক্তি ভারতের দিকে চোখ তুলে তাকাতে পারেনি। সবশেষে বিভিন্ন দল ত্যাগ করে যে সমস্ত ভোটারা কংগ্রেস দলের যোগদান করেছেন তাদের হাতে কংগ্রেস দলের পতাকা তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান ও বিধায়ক বিরজিৎ সিনহা।