আগুনে পুড়ে ছাই তিনটি বসত ঘর

বিশালগড়, ২১ ডিসেম্বর : আগুনে পুড়ে ছাই তিনটি বসত ঘর। ঘটনা ভেলোয়ারচর তিন নং ওয়ার্ডের জীবন দাসের বাড়িতে। একই এলাকার এক পরিবারের সাথে ঝামেলাকে কেন্দ্র করে এই অগ্নিকান্ড ঘটেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনতে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় জীবন দাসের বাড়ির বসত ঘরগুলো।

জীবন দাসের স্ত্রী ভাবনা দাস বলেন, তাঁর স্বামী তখন বাড়িতে ছিলেন না। একই এলাকার চৌকিদার পরিবারের লোকজনদের সাথে ভুল বোঝাবুঝি থেকে ঝামেলা সৃষ্টি হয়েছিল। এই বিষয়কে কেন্দ্র করেই অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি চৌকিদার পরিবারকে অগ্নিকান্ডের ঘটনায় কাঠগড়ায় তুলেছেন। এই অগ্নিকাণ্ডের ফলে তাঁদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। যা ছিল সব পুড়ে গেছে বলে জানান তিনি।

ঘটনায় কতটা ক্ষতি হয়েছে তা এখনো সঠিক ভাবে জানা যায় নি। কিন্তু এই বিধ্বংসী আগুন এক পরিবারকে সর্বস্বান্ত করে ছেড়েছে। দিন মজুরের কাজ করে এই ঘর তৈরি করা হয়েছিল। কিন্তু চোখের নিমেষে সব ছাই হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *