আগরতলা, ২১ ডিসেম্বর : কোনো ব্যক্তি যে পদেই অধিষ্ঠিত হোক না কেন, তাঁর মনে যদি কোনো ভালো চিন্তার পাশাপাশি কোনো খারাপ ভাবনা থাকে, তাহলে সেই ভাবনা এক না এক সময় প্রকাশ পাবেই। ডঃ বি আর আম্বেদকর প্রসঙ্গে পার্লামেন্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বক্তব্যের পরিপ্রেক্ষিতে একথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।
আম্বেদকর নিয়ে পার্লামেন্টে অমিত সাহার বক্তব্যের বিষয় নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ভারতের সংবিধান এবং তেরঙ্গা জাতীয় পতাকা যখন গৃহীত হয় তখন আরএসএস এর তীব্র বিরোধিতা করেছিল। আরএসএস বলেছিল তারা এই পতাকা মানে না, দেশের সংবিধানকে মানে না। ভারতের সংবিধান হবে মনোসংস্কৃতি অনুসরণ করে, তাই এই সংবিধান বদলানোর কথা বলেছিল তাঁরা। সেই আরএসএস এর নেতা ছিলেন দেশের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
তিনি আরো বলেন, ভোটের বাজারে ভোট ধরার জন্য আম্বেদকরের গলায় মালা দেয়, আম্বেদকরের স্তুতি পাঠ করা ছবি কৃত্রিম। এগুলো কেন্দ্রীয় সরকারের লোকদেখানো কাজ।
তিনি সংসদ অধিবেশন নিয়ে বলেন, সংসদ ২৫ তারিখ অবধি চলার কথা ছিল কিন্তু গতকাল তা মুলতুবি হয়ে যায়। এতেই বোঝা যায় আরএসএস সুস্থ ও গঠনমূলক আলোচনা ভয় পায়।
এই প্রসঙ্গে তিনি ত্রিপুরার আরএসএস সমর্থকদের কথা উল্লেখ করে বলেন, রাজ্যে প্রায়ই দেখা যায় তাদের অমতে কিছু হলেই ভাংচুর, গুণ্ডা পাঠিয়ে ভয় দেখানো, এইসব কাজ করা হয়।