নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতের উদ্দেশ্যে রওনা হলেন। ৪৩ বছরের মধ্যে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম কুয়েত সফর। শনিবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে কুয়েতের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
কুয়েতের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদী এক বার্তায় জানিয়েছেন, এই সফরের জন্য তিনি মুখিয়ে রয়েছেন। টুইট করে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “এই সফর কুয়েতের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করবে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করব এবং আরব উপসাগরীয় কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেব।”