উত্তর-পূর্বাঞ্চল আর্থিক দিকে দিয়ে সমৃদ্ধ না হলে বিকশিত ভারত গড়া অসম্ভব : অমিত শাহ

আগরতলা, ২১ ডিসেম্বর : উত্তর -পূর্বাঞ্চল আর্থিক দিকে দিয়ে সমৃদ্ধ না হলে বিকশিত ভারত গড়া অসম্ভব হবে। আজ হোটেল পোলো টাওয়ারে আয়োজিত নর্থ ইস্ট ব্যাঙ্কার্স কনক্লেভ অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

এদিন তিনি বলেন, যেই রাষ্ট্রের নাগরিক কর্তব্যের সাথে যুক্ত রয়েছেন সেই রাষ্ট্রেই সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। যেই রাষ্ট্রে নাগরিক আর্থিক দিক দিয়ে সুখী সেই রাষ্ট্রে সুখ বহাল থাকবে। তাই উত্তরপূর্বাঞ্চলের সবকটি রাজ্যের আর্থিক বিকাশ হলেই দেশের আর্থিক বিকাশ সম্ভব হবে। দেশের ১৪০ কোটি নাগরিক আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ না হলে কখনো বিকশিত রাষ্ট্র তৈরী করা সম্ভব নয়।

এদিন তিনি আরো বলেন, উত্তরপূর্বাঞ্চল আর্থিক দিকে দিয়ে সমৃদ্ধ না হলে বিকশিত ভারত গড়া অসম্ভব হবে। তাই উত্তরপূর্বাঞ্চলের সবকটি রাজ্য অর্থনৈতিক উন্নয়ন করা দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১০ বছর আগের উত্তরপূর্বাঞ্চল ও বর্তমান উত্তরপূর্বাঞ্চলের মধ্যে অনেক তফাৎ রয়েছে।তাঁর কথায়, ১০ বছর পূর্বে উত্তরপূর্বাঞ্চল অশান্ত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে বিগত ১০ বছরে উত্তর পূর্বাঞ্চলে শান্তি স্থাপন হয়েছে। তাছাড়া, ৯ হাজারের বেশি জঙ্গি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এখন দেশের উন্নয়নে উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলি এগিয়ে আসার অপেক্ষা রয়েছে।

এদিন তিনি আরো বলেন, বিকশিত ভারত নির্মানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি প্রবেশদ্বার হতে চলেছে। কারণ , এই অঞ্চলগুলিতে অনেক ক্ষমতা রয়েছে । তাছাড়া, উন্নয়নের দিক দিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি দেশে রেকর্ড তৈরী করবে বলে আশা ব্যক্ত করেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *