আগরতলা, ২০ ডিসেম্বর: আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে কুমারঘাট থানা পুলিশ। নাকা চেকিং-এ বসে ১১৩ টি কৌটায় মোট ২.২৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে কুমারঘাট থানার পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা হবে। সাথে তিন নেশাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, লংতরাইভেলি মহকুমার ৮২ মাইল থেকে কুমারঘাট হয়ে পেঁচাতলের অভিমুখে যাওয়ার পথে গতকাল কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ী এলাকায় পুলিশের নাকা চেকিং বসেছিল। ওই সময় বাইক এবং স্কুটিতে করে নেশা দ্রব্য প্রচারকালে ৩ নেশাকারবারিকে আটক করে পুলিশ।
ওই সময় কুমারঘাট থানা ওসি সঞ্জয় দাস সহ থানার অন্যান্য অফিসার ইনচার্জ,পুলিশ, টিএসআর বাহিনীরা সঙ্গে তাদের কাছ থেকে অভিযান চালিয়ে ১১৩ টি ব্রাউন সুগারের কৌটা উদ্ধার করে। সাথে নম্বরবিহীন মোটরবাইক ও একটি স্কুটি আটক করে কুমারঘাট থানা পুলিশ।
আরও জানা গিয়েছে, মোট ২.২৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা হবে। সাথে মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে পুলিশ। তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলার রুজু করা হয়েছে। আজ শুক্রবার কৈলাসহর জেলা আদালতে সোপর্দ করা হবে। ধৃতরা হলেন, বাবুল দেববর্মা (২৬), অজিত কুমার চাকমা (৩৪), আশিস চাকমা (২৫ )।