নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): সংসদ ভবনে তাঁর ঘরে শাসক ও বিরোধী উভয় দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ হলো উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের। এদিন রাজ্যসভার উচ্চকক্ষের (রাজ্যসভা)-র নেতা জগৎ প্রকাশ নাড্ডা ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাৎ হয় জগদীপ ধনখড়ের। এছাড়াও অন্যান্য বরিষ্ঠ সাংসদরাও উপস্থিত ছিলেন। জানা গেছে, এদিন তাঁর ঘরে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ, কিরেন রিজিজু, অর্জুনরাম মেঘওয়াল প্রমুখ।
উল্লেখ্য, দিনকয়েক আগেই বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হয়, রাজ্যসভার চেয়ারম্যানের আসনে বসে লাগাতার পক্ষপাত করে চলেছেন ধনখড়। বিরোধী সাংসদদের কিছু বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এদিন যদিও সংসদ ভবনের ঘরে শাসক ও বিরোধী উভয় দলের নেতাদের সঙ্গেই মতবিনিময় হলো উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের।