আগরতলা, ২০ ডিসেম্বর: প্রতি বছরের মতো এবছরও উত্তর ত্রিপুরা জেলার নোয়াগাং প্রেসবাইটেরিয়ান গির্জাকে বড়দিন উপলক্ষে সুন্দরভাবে সাজানো হচ্ছে। গির্জা প্রাঙ্গণে বিশাল আকারের একটি ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে।
প্রসঙ্গত, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত অসম-আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত নোয়াগাং এডিসি গ্রামটি মূলত ত্রিপুরা রাজ্যের হালাম (রাংলং) জনজাতির বাসস্থান। এছাড়াও এখানে রিয়াং, দেববর্মা, হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষও বসবাস করেন। এডিসি গ্রামটিতে মোট সাতটি চার্চ রয়েছে এবং এখানকার বেশিরভাগ জনজাতি খ্রিস্টান ধর্মের অনুসারী।
প্রতি বছরের মতো এবছরও নোয়াগাং প্রেসবাইটেরিয়ান চার্চকে বড়দিন উপলক্ষে সুন্দরভাবে সাজানো হয়েছে। চার্চ প্রাঙ্গণে বিশাল আকারের একটি ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে। যা আলোর ঝলমলে লাইট দিয়ে সজ্জিত। যিশু খ্রিস্টের জন্ম সম্পর্কে বোঝাতে কিছু মনোমুগ্ধকর চিত্রও প্রদর্শন করা হয়েছে। শীতের দিন হওয়ায় সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত আগুনের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে দর্শনার্থীরা নিজেদের গা-হাত-পা গরম রাখতে পারেন। বসার ব্যবস্থা করাও হয়েছে, যাতে সবাই আরাম করে সময় কাটাতে পারেন। চার্চকে সাজিয়ে তুলছেন এই এলাকারই সকল যুবকরা।
চার্চের এক সদস্য জানিয়েছেন যে, প্রতি বছরের মতো এবারও চার্চে প্রচুর ভিড় হচ্ছে। উত্তর ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ঘুরতে আসছেন। তিনি সকলকে আহ্বান করেছেন, আসন্ন বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর এই চার্চে এসে উৎসবের আনন্দ ভাগ করে নিতে।