BRAKING NEWS

হরিণা চালিতাছড়ি ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবিতে পথ অবরোধ জনগণের 

আগরতলা, ২০ ডিসেম্বর: দীর্ঘ দিন ধরে অর্ধ সমাপ্ত হরিণা চালিতাছড়ি ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ করার দাবিতে হরিনা এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসেন স্থানীয় মানুষ। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

আজ থেকে প্রায় ১৭ বছর পূর্বে সাব্রুম-আগরতলা ৮ নং জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীর উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু বাম শাসনের অবসানের পর বিজেপি শাসনের‌ও ছয় বছর অতিক্রান্ত হয়ে গেলেও ব্রিজের নির্মাণ কাজ এখন‌ও শেষ হয়নি। এই ব্রিজটি দিয়ে চালিতাছড়ি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ। নির্মীয়মান ব্রিজটির পাশ দিয়ে একটি ফুটব্রিজ ছিল। কিন্তু সেটিও গত বর্ষায় বন্যার জলে ভেসে যায়। যার ফলে জীবন ঝুঁকি নিয়ে এলাকার জনগণ থেকে শুরু করে কোমলমতি ছাত্র-ছাত্রীরা পর্যন্ত জীবন ঝুঁকি নিয়ে অর্ধ সমাপ্ত ব্রিজটি পার করে স্কুলে যেতে হচ্ছে। এ বিষয়ে এলাকার জনগণ দফায় দফায় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করেও কোন ফল হয়নি। অবশেষে আজ সকাল থেকে সাব্রুম আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধ বসেন স্থানীয় মানুষ এবং আজকের এই অবরোধে কোমলমতি ছাত্র-ছাত্রীরা ও অংশগ্রহণ করে। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এনবিসিসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার সহ অন্যান্যরা। তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন এবং আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজ টির নির্মাণ কাজ শেষ করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। ওই প্রতিশ্রুতির ভিত্তিতে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করেন এলাকার জনগণ।

ReplyForwardAdd reaction

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *