নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): সংসদের শীতকালীন অধিবেশন এবার অধিকাংশ দিনই হইচইয়ের সাক্ষী থেকেছে। এই অচলাবস্থার জন্য বিরোধীদের দায়ী করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, বিরোধী দলের হট্টগোলের জন্য সংসদের কার্যক্ষমতা কমে গিয়েছে। লোকসভায় ফলপ্রসূ কাজ হয়েছে ৫৪ শতাংশ আর রাজ্যসভায় ৪০ শতাংশ।
কিরেন রিজিজু বলেছেন, “বিরোধী দলের হইহট্টগোলের কারণে সংসদের কার্যক্ষমতা কমে গেছে। আমরা সংসদ সচল করতে অনেক চেষ্টা করেছি। আমি আশা করি এবং সংসদের বাজেট অধিবেশনে বিরোধীদের অনুরূপ বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য অনুরোধ করছি।”