জয়পুর, ২০ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের জয়পুরে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, এছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জয়পুরে ভানক্রোতা এলাকায় একটি পেট্রল পাম্পের বাইরে। জানা গিয়েছে, ওই পেট্রল পাম্পের বাইরে জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কের উপর সিএনজি ভর্তি একটি ট্রাক দাঁড়িয়েছিল। আচমকাই রাসায়নিক ভর্তি একটি লরি ওই ট্রাক-সহ রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। যার ফলে আগুন ধরে যায় সিএনজি ভর্তি ট্রাক-সহ বাকি গাড়িগুলিতে।
দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাসও। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে আসে বহু গাড়ি, ট্রাক ও যাত্রীবাহী বাসটি। তারপরেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা পেট্রল পাম্পে। সূত্রের খবর, সেখানকার পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন ও পুলিশ। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের কর্মীরা। তাঁদের চিন্তার কারণ ছিল পেট্রল পাম্প। যে কোনও মুহূর্তে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতেই পারত। তবে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।
পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। জখম ৩৯। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। শুরু হয়েছে চিকিৎসা। পুলিস সূত্রে খবর, জখমদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের জেরে মোট ৪০-৪২টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এমনকী তিনি হাসপাতালেও জখমদের দেখতে যান। পরিস্থিতির খোঁজ নিতে মুখ্যমন্ত্রীকে ফোনও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।