মুম্বই, ২০ ডিসেম্বর (হি.স.): নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আধিকারিকরা বৃহস্পতিবার রাতে মুম্বই বিমানবন্দরে ১১.৩২ কোটি টাকার মাদক-সহ ব্যাঙ্কক থেকে আসা দুই যাত্রীকে হেফাজতে নিয়েছে। তাঁরা ভ্যাকুয়াম সিল প্লাস্টিক পাউচে মাদক লুকিয়ে ট্রলি ব্যাগের ভেতরে রেখেছিলেন। এনসিবি ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।
শুক্রবার এনসিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে এনসিবি মুম্বই বিমানবন্দরে নজর রেখেছিল। এনসিবি-র আধিকারিকরা ব্যাঙ্কক থেকে আসা দুই সন্দেহভাজন যাত্রীর ব্যাগে তল্লাশি করে। তাতেই উদ্ধার হয় মাদক। তারপরই দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।