BRAKING NEWS

পরিচালক রাজা মিত্র প্রয়াত, শোকের আবহ চলচ্চিত্র জগতে

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): প্রয়াত জনপ্রিয় পরিচালক রাজা মিত্র। শুক্রবার ভোররাতে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। একাধিক সিনেমা ও তথ্যচিত্র বানিয়েছিলেন তিনি। ১৯৮৭ সালে তাঁর পরিচালিত সিনেমা ‘একটি জীবন’ সিনেমাপ্রেমীদের প্রশংসা কুড়িয়ে নেয়। এই সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পান রাজা মিত্র। এছাড়াও তিনি ‘নয়নতারা’, ‘যতনের জমি’–র মতো কয়েকটি সিনেমার পরিচালনাও করেছেন। বানিয়েছেন একাধিক তথ্যচিত্র। যা এখনও সকলের কাছে প্রশংসিত হয়। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য তথ্যচিত্র গুলি হল- ‘কয়লার নাম দ্য ম্যাসেস’ , ‘রেলওয়েতে এইচএস অয়েলের অর্থনীতি’ , ‘ক্যালকাটা ফুটপাথ ডেভেলার’ , ‘দ্য ট্রাইবাল রেজিস্ট্যান্স’ , ‘কলকাতা’ , ‘অতীত এবং বর্তমান’ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *