নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের দেখানো পথে এবার পাল্টা ব্যাগ-রাজনীতি বিজেপির। শুক্রবার সংসদে প্রিয়াঙ্কাকে উপহার দিতে ‘১৯৮৪’ লেখা ব্যাগ নিয়ে আসেন ওডিশার বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গি। মনে করিয়ে দিলেন ১৯৮৪-র শিখ দাঙ্গার কথা। ব্যাগে লাল কালিতে লেখা ‘১৯৮৪’ যেন প্রতীকী রক্ত!
উল্লেখ্য, গত সোমবার একটি ব্যাগ নিয়ে সংসদে যান প্রিয়াঙ্কা গান্ধী। ব্যাগটিতে বড় বড় অক্ষরে লেখা প্যালেস্টাইন। প্যালেস্তাইনের জনগণের প্রতি সমর্থন এবং সংহতি দেখাতে প্রিয়াঙ্কা গান্ধী ব্যাগটি সংসদে নিয়ে গিয়েছিলেন। ব্যাগে তরমুজের মতো প্যালেস্তাইনের প্রতীকও ছিল। কংগ্রেস নেত্রী সেই ব্যাগ নিয়ে সংসদে ঢুকতেই আলোড়ন পড়ে যায়। জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়ে যায়। পরদিন আবার নতুন ব্যাগ নিয়ে সংসদে হাজির হন প্রিয়াঙ্কা। এবার তাঁর ব্যাগে ছিল বাংলাদেশের হিন্দুদের প্রতি সংহতির বার্তা। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, দুটি ব্যাগই প্রিয়াঙ্কা সংসদে নিয়ে যান বিজেপিকে খোঁচা দেওয়ার উদ্দেশে।
এবার পালটা ব্যাগ উপহার দিয়েই প্রিয়াঙ্কাকে খোঁচা দিল গেরুয়া শিবির। বিজেপি নেত্রী অপরাজিতা সারঙ্গি প্রিয়াঙ্কাকে ‘১৯৮৪’ লেখা ব্যাগ উপহার দিলেন। শিখ নিধনের বছরকে স্মরণ করিয়ে দিয়ে ‘১৯৮৪’ লেখা ব্যাগ উপহার দিয়ে প্রিয়াঙ্কাকে অপরাজিতা কটাক্ষ করলেন বলে মনে করা হচ্ছে।