আগরতলা, ২০ ডিসেম্বর: উত্তর-পূর্ব পর্ষদের (এনইসি) ৭২ তম পূর্নাঙ্গ বৈঠক (প্ল্যানারি) পৌরোহিত্য করতে ত্রিপুরায় এসেছেন গৃহ ও সমবায় মন্ত্রী অমিত শাহ। আজ সন্ধ্যায় আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, সাংসদ মহারানী কৃতি দেবী সিং এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজূমদার।
প্রসঙ্গত, আগামীকাল উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে ত্রিপুরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পৌরোহিত্য বৈঠক অনুষ্ঠিত হবে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের(এনইসি) ওই বৈঠক ত্রিপুরায় বিজেপি জোট সরকার গঠিত হওয়ার পর প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে। আজ সন্ধ্যায় ওই বৈঠকে অংশগ্রহণ করতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাছাড়া, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ পাঁচজন রাজ্যপাল এবং তিনজন মুখ্যমন্ত্রী রাজ্যে এসেছেন ।
সূত্রের খবর, অরুণাচল প্রদেশের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পার্নায়েক এবং মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, মণিপুরের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য্য এবং মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং, নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেসান, সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং মিজোরামের গভর্নর ড. হরি বাবু অধিবেশনে যোগ দিতে রাজ্যে এসেছেন।
এদিকে, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেন, গভর্নর লেফটেন্যান্ট জেনারেল কেটি-এর সঙ্গে আগরতলায় অবতরণ করেছেন তিনি। নির্মল পাহাড়, সবুজ উপত্যকা এবং আদিম জলরাশির মধ্যে অবস্থিত ত্রিপুরা একটি সমৃদ্ধ রাজ্য। প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অতুলনীয় সংমিশ্রণ সরবরাহ করে এই রাজ্য।