নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করছেন, বিজেপি সাংসদরা তাঁকে ধাক্কা দিয়েছে। রাহুল গান্ধীর এই অভিযোগকে মিথ্যে বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। প্রহ্লাদ যোশী রাহুলের অভিযোগকে খন্ডন করে বলেছেন, “লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যে। রাহুল গান্ধী যখন এসেছিলেন, তখন তাঁকে জায়গা করে দেওয়া হয়। আমাদের সাংসদরা তাঁকে পথ করে দিয়েছিলেন, তা সত্ত্বেও তিনি (রাহুল গান্ধী) তাঁদের ধাক্কা দিয়েছেন। দু’জনেই (বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুত) আহত হয়েছেন। এফআইআর দায়ের করার পর, সমস্ত বিকল্প খোলা রয়েছে (ব্যবস্থা নেওয়ার জন্য)।”