আগরতলা, ১৯ ডিসেম্বর : আজ বৃদ্ধ ভাতা তুলে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় দুর্ঘটনার শিকার হন এক বৃদ্ধা। খয়েরপুর এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার বিবরণে জানা গেছে, আজ সকালে বৃদ্ধ ভাতা তুলতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। তাঁর নাম ঊষা দাস (৬০)। তিনি খয়েরপুর এলাকার বাসিন্দা। বাড়িতে ফেরার পথে রাস্তা পের হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধা ঊষা দাস মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানায় তাঁর পরিবারের লোকজন।
এদিকে, ঘাতক গাড়ি সহ চালককে আটক করেছে স্থানীয় জনগণ। বর্তমানে গাড়ি ও চালক রানীর বাজার থানার হেফাজতে রয়েছে।