নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে হাতিয়ার করে এবার আসরে নামলেন আম আদমি পার্টি (এএপি)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের মতে, শাহের মন্তব্য দেশের লক্ষ লক্ষ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। কেজরিওয়াল বিহার ও অন্ধ্রপ্রদেশ এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আম্বেদকর সম্পর্কে অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে বক্তব্য জানানোর আহ্বান জানিয়েছেন।
বাবাসাহেব আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে হাতিয়ার করে বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডি(ইউ) নেতা নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে চিঠি লিখেছেন এএপি-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।