আগরতলা, ১৯ ডিসেম্বর: রহস্যজনকভাবে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ লেম্বুছড়া এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই গৃহবধূ ফাঁসিতে আত্মঘাতী হয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা পথ বেছে নিয়েছে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জিবি হাসপাতালে এক চিকিৎসক জানিয়েছেন, আজ লেম্বুছড়া এলাকার গৃহবধূ রেশমি দেবর্বমার(২৬) মৃতদেহ হাসপাতালে নিয়ে আসেন মৃতার পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে,ওই গৃহবধূ ফাঁসিতে আত্মঘাতী হয়েছে। কিন্তু এ বিষয় নিয়ে গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসা করার পর সে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নেয় যায়। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে। গৃহবধূ মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হয়।