আগরতলা, ১৯ ডিসেম্বর : আগামী ২২ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপি’র অত্যাধুনিক রাজ্য কার্যালয়ের নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। চারতলা বিশিষ্ট অত্যাধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা সহ নির্মিত হবে এই কার্যালয়।
প্রসঙ্গত, আগরতলায় বরজলা বিধানসভার নতুন নগরের পাশেই রাজ্য বিজেপি সদর কার্যালয় হতে চলেছে। দুই কানি জমির উপর চারতলা বিশিষ্ট অত্যাধুনিক এই কার্যালয়ের শিলান্যাস ও ভূমি পূজন করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে।
আজ কার্যালয়ের নির্মাণের জায়গা পরিদর্শন করেন সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য, সাথে ছিলেন বরজলা মন্ডল সভাপতি মুকুল রায় সহ বিজেপির কর্ম সমর্থকরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাপতি অসীম ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য বিজেপি সদর কার্যালয়ে অতিথিশালা সহ পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হবে। ২২ ডিসেম্বর কার্যালয়ের শিলান্যাস ও ভূমি পুজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য বিজেপি সভাপতি এবং দলের সকল নেতৃত্ববৃন্দ।
তিনি আরো বলেন, নির্মাণকাজ সম্পন্ন হলে এই কার্যালয় থেকেই ভারতীয় জনতা পার্টির সমস্ত কাজকর্ম অনুষ্ঠিত হলে। দুই বছরের মধ্যে কার্যালয়ের নির্মাণের কাজ সম্পন্ন করার টার্গেট নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি সকলকে আগামী ২২ ডিসেম্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকা আহ্বান জানিয়েছেন সভাপতি।
বরজলা মন্ডল সভাপতি মুকুল রায় বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষিত এই কার্যালয়ের কাজ শুরু হওয়ার বিষয়ে দলের কর্মীবৃন্দ খুব আনন্দিত। পাশাপাশি এই কার্যালয়ের কাজ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে শুরু হবে বলে এই আনন্দ দ্বিগুণ হয়ে গেছে।