শাহজাহানপুর, ১৯ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন সদস্য। এছাড়াও আরও ৫ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, সংঘর্ষের অভিঘাতে গাড়িটির সামনের অংশ ভেঙে তছনছ হয়ে যায়। প্রাণ হারান ৫ জন, বাকি ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) রাজেশ এস বলেছেন, “বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে বরেলি-এটাওয়া হাইওয়ের ওপর বারখেদা জয়পাল চৌরাস্তার কাছে। গাড়িতে চেপে একই পরিবারের সদস্যরা দিল্লি যাচ্ছিলেন। ওই গাড়িটি বেসামাল হয়ে ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় নিহতরা হলেন- রিয়াজুল আলী (৪৫), আমনা (৪২), গুড়িয়া (৯), তামান্না ‘অনু’ (৩২) ও নূর (৬)। শাহজাহানপুরের কান্ত শহরের বাসিন্দা রিয়াজুল দিল্লিতে পোশাকের ব্যবসায় করতেন। একটি বিয়ের অনুষ্ঠান শেষে বুধবার রাত ১০টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ট্রাকের চালককে পাকড়াও করা হয়েছে।