নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। শীতে কাঁবু দিল্লি লাগোয়া অন্যান্য রাজ্যগুলিও। শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা রাজস্থান, উত্তর প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানায়। শীতে কাঁপছে মধ্যপ্রদেশও। বৃহস্পতিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা একটু বেড়ে ৭.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়, তাপমাত্রা বাড়লেও কনকনে ঠান্ডায় কেঁপেছে রাজধানী দিল্লি। একইসঙ্গে ছিল বায়ুদূষণ, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ৪৪৮।
শীতে জবুথবু অবস্থা উত্তর প্রদেশেও, আলীগড়ে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.০ ডিগ্রি সেলসিয়াস। শীতে কেঁপেছে অযোধ্যাও। কানপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.০ ডিগ্রি সেলসিয়াস আর বারাণসীতে ৯.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বত্রই ছিল হাড়কাঁপানো ঠান্ডা। প্রয়াগরাজে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.০ ডিগ্রি সেলসিয়াস। উত্তর প্রদেশে গাজিয়াবাদ এদিন সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল।