BRAKING NEWS

আম্বেদকর প্রসঙ্গে কংগ্রেসকে বিঁধল বিজেপি, পাল্টা বিক্ষোভ ইন্ডি জোটের

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকর প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে শাসক ও বিরোধীদের মধ্যে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ শুরু হয়েছে। কংগ্রেস বাবাসাহেব আম্বেদকরকে অপমান করেছে, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে বিজেপি সাংসদরা প্রতিবাদ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “কংগ্রেস বাবাসাহেবকে অসম্মান করার জন্য সবচেয়ে বড় পাপী। পুরো পরিবার ভারতরত্ন নিয়েছে এবং বাবাসাহেবকে দেয়নি। কংগ্রেসের উচিত নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে উপবাস করা এবং নীরবতার ব্রত নেওয়া।”

এদিকে, পাল্টা বিক্ষোভ প্রদর্শন করেছে বিরোধীদের ইন্ডি জোট। ইন্ডি জোটের সাংসদরা সংসদ চত্বরে বাবাসাহেব আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে, এই দাবি তোলেন তাঁরা। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সঞ্জয় রাউত, মহুয়া মাজি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *