আগরতলা, ১৯ ডিসেম্বর: আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা। গোটা দেশের সাথে রাজ্যেও সাড়ম্বরে পালিত হবে বড়দিন। এই বড়দিনকে সামনে রেখে ইতিমধ্যে চার্চ ও বিভিন্ন বাড়ি ঘর সেজে উঠছে। তাছাড়া, বড়দিনকে সামনে রেখে রকমারি সামগ্রী দিয়ে দোকান সাজিয়ে তুলেছেন বিক্রেতারা।
২৫ ডিসেম্বর বড়দিন। বড় দিন উপলক্ষ্যে সেজে উঠছে চার্চ ও বাড়ি ঘর। খ্রীস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি এই উৎসবে সামিল হয় সমস্ত অংশের মানুষ। বড়দিনকে সামনে রেখে খ্রীস্ট মাসের পসরা সাজিয়ে বসেছেন বহু দোকানী। আজ রাজধানীর শকুন্তলা রোডস্থিত দোকান গুলিতে এই চিত্র পরিলক্ষিত হয়েছে।