আগরতলা, ১৯ ডিসেম্বর: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে পুলিশ। আমবাসা বেতবাগান নাকা পয়েন্টে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ১৮৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। যার বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা হবে। সাথে গাড়ির চালক ও সহ চালককে আটক করা হয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে আজ সকালে ধর্মনগরগামী একটি গাড়িতে গাজা পাচার করা হবে। সেই মোতাবেক আমবাসা বেতবাগান নাকা পয়েন্টে পুলিশ উত পেতে বসে থাকে। তখন নাকা পয়েন্টে গাড়িকে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ১৮৯ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক
তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা হবে। ধৃতরা হলেন, সমীর রবিদাস এবং জয়দীপ চৌধুরী। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।