BRAKING NEWS

কেন্দ্রীয় সরকারের দুর্নীতির প্রতিবাদে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে রাজভবন অভিযান রাজ্যেও

আগরতলা, ১৮ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকারের দুর্নীতির প্রতিবাদে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে সারা দেশের প্রতিটা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে রাজ্যপালের নিকট কংগ্রেস দলের তরফ থেকে গণডেপুটেশন প্রদান করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরায় রাজভবন অভিযান করেছে প্রদেশ কংগ্রেস, জানালেন পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা।

প্রসঙ্গত, আজ সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজভবন অভিযান অনুষ্ঠিত হয়েছে। এই অভিযান আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিল করে সার্কিট হাউজের সামনে গিয়ে প্রদেশ কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রদেশ কংগ্রেস ভবনে রবিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজভবন অভিযানের বিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, আদানীর অর্থনৈতিক দুর্নীতি ও প্রতারণা এবং মনিপুর ইস্যু নিয়ে সংসদ উত্তাল হলেও প্রধানমন্ত্রী এই বিষয়ে নিশ্চুপ। কেন্দ্রীয় সরকারের দুর্নীতির প্রতিবাদে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে সারা দেশের প্রতিটা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে রাজ্যপালের নিকট কংগ্রেস দলের তরফ থেকে গণডেপুটেশন প্রদান করা হবে।

তিনি আরো বলেন, আদানির দুর্নীতি ও প্রতারণার বিষয়ের পাশাপাশি মণিপুরের অশান্ত অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করছেন না। প্রায় ১৮ মাস ধরে মণিপুরে জাতি দাঙ্গা অব্যাহত থাকলেও এই পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী সেখানে একবারও যান নি।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানিয়েছেন, সারা দেশের রাজ্যপালের কাছে গিয়ে মোদি- আদানির প্রতারণা ও মণিপুরে দাঙ্গা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য না থাকার বিষয়ে জনমত গঠনের উদ্যোগ নেওয়া হবে। দেশের অর্থনৈতিক বিপর্যতা থেকে পরিত্রাণ পেতে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *