BRAKING NEWS

কুমারঘাট কাঞ্চনবাড়ি প্রাইমারি মার্কেটের নবনির্মিত ভবন উদ্বোধনে কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ ডিসেম্বর: রাজ্যে বর্তমানে ৫৫৪টি কৃষি বাজার রয়েছে। এই বাজারগুলোতেও শেড নির্মাণ, স্টল নির্মাণ, শৌচালয়, পানীয় জল, পয়:প্রণালী সহ যাবতীয় পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়ে গিয়েছে। আজ ঊনকোটি জেলার কুমারঘাট কৃষি মহকুমার অন্তর্গত ফটিকরায় বিধানসভা এলাকার কাঞ্চনবাড়ী এবং রাধানগরে আরআইডিএফ প্রকল্পে গ্রামীন বাজারের উদ্বোধনে একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, কৃষি বাজারগুলো আপামর কৃষক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিজ যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস।

তাঁর কথায়, রাজ্যে বর্তমানে ৫৫৪টি কৃষি বাজার রয়েছে। এই বাজারগুলোতেও শেড নির্মাণ, স্টল নির্মাণ, শৌচালয় , পানীয় জল , পয় প্রণালী সহ যাবতীয় পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়ে গিয়েছে। এর ফলে কৃষকরা তাদের কৃষিজাত পন্য সামগ্রী সহজেই কেনাবেচায় অংশ নিতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *