BRAKING NEWS

উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর প্রত্যেক রাজ্য থেকে দু’জন করে ছাত্রকে ইউপিএসসির এক্সাম সংক্রান্ত কোচিং সেন্টারে ভর্তি করানো হবে, জানালেন টিএসএফ’র ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর:
টিএসএফ এবং এনইএসও’র যৌথভাবে আগরতলা প্রেসক্লাবে সম্মেলন করা হয়েছে।

এনইএসও’র ফিনান্স সেক্রেটারি তথা টিএসএফ’র ভাইস প্রেসিডেন্ট জন দেববর্মা জানিয়েছেন গত ১৩ ডিসেম্বর গুয়াহাটিতে এনইএসও’র বৈঠকে সিদ্ধান্ত হয় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর প্রত্যেক রাজ্য থেকে দু’জন করে স্টুডেন্টকে ভারতের বিখ্যাত ইউপিএসসির এক্সাম সংক্রান্ত কোচিং সেন্টারে ভর্তি করানো হবে। ত্রিপুরা থেকেও দুজন সুযোগ পাবেন।

এছাড়াও এদিন তারা সাংবাদিক সম্মেলন থেকে দাবি করেছেন, সীমান্ত এলাকা যেন সম্পূর্ণরূপে সিল করা হয়। পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের রোমান স্ক্রিপ্টে প্রশ্নপত্র করার আরও একবার দাবি করেছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে জানিয়েছেন জন দেববর্মা। সাংবাদিক সম্মেলনে টিএসএফের সভাপতি সম্রাট দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *