নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান-সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রিয়াঙ্কার মতে, এই নিপীড়নের বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলা উচিত কেন্দ্রের। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, “বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের ওপর যে নৃশংসতা চলছে… এ বিষয়ে কিছু করা উচিত। এ বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত।” উল্লেখ্য, কিছু দিন আগেই বাংলাদেশ গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি, তিনি সংখ্যালঘুদের ওপর অত্যাচার প্রসঙ্গে ভারতের উদ্বেগের কথা জানিয়েছিলেন।