জগদলপুর, ১৬ ডিসেম্বর (হি.স.): দেশ থেকে নকশালবাদকে চিরতরে নির্মূল করার ওপর জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ছত্তিশগড়ের জগদলপুরে শহীদ জওয়ানদের পরিবার এবং নকশাল হিংসার আক্রান্তদের সঙ্গে কথা বলেন অমিত শাহ। উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “গত এক বছরে বিপুল সংখ্যক নকশাল নিহত হয়েছে। ছত্তিশগড় সরকারের নেতৃত্বে রাজ্যে নকশালদের বিরুদ্ধে খুব ভালো কৌশল নিয়ে প্রশংসনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করব।”