আগরতলা, ১৬ ডিসেম্বর: আত্মনির্ভর ত্রিপুরা বানাতে কৃষির ভূমিকা অপরিসীম। আজ খোয়াই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ এবং রবি কৃষি বিজ্ঞান মেলা অনুষ্ঠানে একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।
এদিন তিনি বলেন, খোয়াই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহের একটি অনুষ্ঠান চলছে। সারা রাজ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ অনুষ্ঠান চলছি। আগামীকাল ঊণকোটি জেলায় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য হল কিভাবে কৃষকদের আরও সমৃদ্ধ করা যায়। তাছাড়া, কৃষকদের আয় দ্বিগুণ করা। তাঁর কথায়, ত্রিপুরায় কৃষি জমি কম রয়েছে। তাই কৃষিকাজে আধুনিক এবং বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি বিজ্ঞান কেন্দ্র মূলত কৃষকদেরকে সার্বিক সহযোগিতার জন্য নিবেদিত এক প্রতিষ্ঠান। আমার বিশ্বাস, কৃষকরা উন্নত বীজ এবং প্রযুক্তি ব্যবহার করে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় তাদের আয় বহুগুণ বাড়িয়ে তুলতে সক্ষম হবেন।
এদিন তিনি আরও বলেন, আগামীদিনে কিভাবে কৃষিকাজ করা যায় কৃষিদপ্তর গুরুত্ব সহকারে তা দেখছে। দল মত নির্বিশেষে জনগণকে একত্রে রাজ্যের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
এদিন উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়, বিধায়ক রঞ্জিত দেববর্মা অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায় সহ অন্যান্য জনপ্রতিনিধি বৃন্দ ।