BRAKING NEWS

ধলাবিল জাতীয় সড়ক চৌমুনীতে দুর্ঘটনা, পথ অবরোধ এলাকাবাসীর,রাস্তায় আটকে পড়েন মন্ত্রী সুধাংশু

আগরতলা, ১৬ ডিসেম্বর: খোয়াই ধলাবিল জাতীয় সড়ক চৌমুনীতে অটো ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে এক মহিলা। দ্রুত গতির কারণে প্রতিনিয়ত খোয়াইয়ে দুর্ঘটনা হয় বলে অভিযোগ এলাকাবাসীর। যান দূর্ঘটনা এড়ানোর দাবিতে মোহনপুর- আগরতলা ১০৮ জাতীয় সড়ক অবরোধে বসেন এলাকাবাসী। এদিকে, দমকলকর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। এদিকে, ওই অবরোধের জেরে রাস্তায় আটকে পড়েন মন্ত্রী সুশান্ত দাসের কনভয়।

এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পুলিশ এবং ট্রাফিকের কোন ধরনের ব্যবস্থাপনার না থাকায় সড়ক দুর্ঘটনা ঘটনাও ঘটে চলেছে প্রতিদিন। তাছাড়া খোয়াই ট্রাফিক ইউনিট প্রতিদিন ওই এলাকায় সকাল থেকে ভেহিকেল চেকিংয়ে বসার ফলে আরো দুর্ঘটনা বেশি করে ঘটে চলেছে।

আরো জানায়, ধলাবিল জাতীয় সড়ক চৌমুনিতে ট্রাফিক দপ্তর কিংবা পুলিশ প্রশাসন থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এদিকে, এলাকাবাসীর অবরোধ চলাকালীন সময় আগরতলা থেকে ফটিকরায় যাওয়ার পথে মন্ত্রী সুধাংশু দাস যাচ্ছিলেন। মন্ত্রীর কনভয় অবরোধস্থলে আটক যান। ওই সময় মন্ত্রী সুধাংশু দাস অবরোধকারীদের সাথে কথা বলেন। খোয়াই জেলা পুলিশ প্রশাসননের আধিকারিকদের সাথে তিনি কথা বলেন এবং অবরোধকারীদের আশ্বাস দিয়েছেন তাঁদের দাবি পূরন করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। পরবর্তী সময়ে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *